মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৬ am
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন এলাকার হিজড়া, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় ভূমিহীন ও গৃহহীন ৩১৯টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়ছে। বুধবার প্রধানমন্ত্রীর র্কাযালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চর্তুথ পর্যায়ে এ সকল ঘর ও জমি বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, জেলা পরিষদ সদস্য ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ।
এছাড়াও তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, সরনজাই ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক খানসহ সকল কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তানোরে মোট ৬৪২টি ঘর জমিসহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি অতিথিদের মাধ্যমে হস্তান্তর করা হয়। রা/অ