শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৯ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা ও ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেছেন।
২২ মার্চ বুধবার কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাকে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের সর্বশেষ ৪র্থ ফেজে চার ইউনিয়নে মোট ৮০ জন ‘ক’ শ্রেণীর গ্রহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর
পক্ষে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং নাচোলকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম. গালিভ খাঁন।
এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাইম মুন্নী, বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ও জমি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অনুভূতি ব্যক্ত করেন প্রতিবন্ধি ভিক্ষুক তোরাব আলী ও সুলতানা বেগম।
এদিন উপজেলা মহিলা বিষয়ক :
অধিদপ্তরের আওতাধীন আত্মকর্ম সংস্থানের লক্ষে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর প্রত্যেককে ১২ হাজার টাকার চেক ও উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করেন জেলা প্রশাসক
একেএম গালিভ খাঁন। রা/অ