রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০২ pm
তুরস্কের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ প্রযোজনায় ‘নেত্রী: দ্য লিডার’ শিরোনামে ১২০ কোটি টাকা ব্যয়ে একটি সিনেমা নির্মাণ করছেন অনন্ত জলিল। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।
সেই সিনেমার প্রসঙ্গ টেনে এনে অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের প্রতি এক আহ্বান জানিয়েছেন খিলক্ষেত বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং মারকাযুল আবরার বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক মুফতী সালমান ফারসি।
সম্প্রতি ওয়াজ মাহফিলে অংশ নিয়ে চিত্রনায়ক অনন্ত জলিলকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলেন মুফতী সালমান ফারসি। তার সেই বক্তব্য সম্বলিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনন্ত জলিলের ভূয়সী প্রশংসা করে সিনেমায় টাকা আর না ঢালতে অনুরোধ জানান মুফতী সালমান ফারসি।
তিনি বলেন, ‘আমাদের দেশের নায়ক অনন্ত জলিল। আল্লাহ উনাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। তিনি ১২০ কোটি টাকা ব্যয়ে একটি সিনেমা নির্মাণ করছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে ইতোপূর্বে এত টাকা লগ্নি করে সিনেমা কোন প্রযোজক সৃষ্টি করতে পারেন নাই। ভেবেছিলাম তিনি সিনেমা জগত থেকে সরে আসবেন। ইসলামের আরো বড় খেদমত করবেন। কারণ কিছুদিন আগে দেখেছিলাম দাড়ি, টুপি ও জুব্বা পরে হেলিকপ্টার নিয়ে মানুষকে সহযোগিতা করেছেন তিনি। উনার একটি ছেলে আছে, তাকে মাদরাসায় পড়াবেন এই মর্মে কথাবার্তা শুনেছি আমরা। কিন্তু তিনি ১২০ কোটি টাকা দিয়ে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করছেন।’
এরপর অনন্ত জলিলের দৃষ্টি আকর্ষণ করে মুফতী সালমান বলেন, ‘আমার প্রিয় অনন্ত জলিল ভাইয়ের কাছে অনুরোধ-আল্লাহকে ভয় করুন। বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হওয়ার পথে। সিনেমা এখন আর মানুষ দেখে না। অনেক নায়ক-নায়িকারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন। আপনার কাছে বিনীত আবদার রাখছি, সিনেমা নির্মাণ করে জাতিকে গুনাহের দিকে ডাক দিয়েন না। নিজের যৌবন ও অর্থকে দ্বীনের পথে, ইসলামের পথে নিয়োজিত করুন।
’প্রসঙ্গত, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’ সিনেমাটি আগামী পবিত্র ঈদুল আজহায় পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।সূত্র : যুগান্তর। আজকের তানোর