রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৪ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
খরস্রোতা শিবনদী যেন সবুজ চাদরের গালিচা। আর সেই শিবনদীর মোহনায় ফাগুনের রংমাখা পড়ন্ত বিকেল থেকে বসেছিল কবিতাপাঠের আসর। কাব্যিক শব্দসম্ভারে স্মরণ করা হলো স্বাধীনতার শহীদদের। স্বাধীনতার জন্য যারা সঁপে দিয়েছিল প্রাণ জানানো হলো তাদের প্রণতি। কবি ও আবৃত্তিশিল্পীর শিল্পিত উচ্চারণে নিবেদন করা হলো হৃদয়স্নাত শ্রদ্ধাঞ্জলি। শনিবার পড়ন্ত বিকেলে থেকে সন্ধ্যা পেরিয়ে তানোর সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় কবিতা, গান ও বাঁশির মোহনীয় সুর। শুরুতেই সাহিত্যের ছোট কাগজ ‘ধানসিঁড়ি’র সাম্পাদক ও তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার ‘ধানসিঁড়ি’র মার্চ সংখ্যা প্রকাশ নিয়ে আলোচনা করে স্বরচিত কবিতা পাঠ করেন।
‘শিবনদীর উপর দাবন আকৃতির সেতু দেখেও/ দূর থেকে দেখা গাঢ় পাহাড়ের চূড়ার মতো/ঝাপসা ঝাপসা লাগে।’কবিতা আবৃত্তি করেন রাজশাহী কবিকুঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহ নাওয়াজ প্রামানিক সুমন। এরপর স্বরচিত কবিতা পাঠ করেন রাজশাহীর খ্যাতিমান কবি সিরাজুদ্দৌল্লাহ বাহার ‘স্বাধীনতা শান্তির সংবাদ/ বহুদিন আমি আর তোমাকে দেখি না/ বহুদিন আমি আর কোন কবিতা লিখি না/তুমি সুর, তুমি কথা/ তুমি শিল্পের শুদ্ধতা।’ রাজশাহী বেতার শিল্পী পিয়াস কুমার প্রামানিক পরিবেশন করেন-‘সখি ভালোবাসা কারে কয়, সেকি কেবলি যাতনাময়।’
এ সময় উপস্থিত ছিলেন, কবি জাহান আলী, কবি আজম মাহামুদ, কবি খালেদুর রহমান, কবি হাফেজুর রহমান, বাউল শিল্পী আনেচ সাধু, বংশী বাদক সেক্রেন্দার আলী, লেখক ও স্বপ্নচারী সংস্থার সভাপতি রুবেল হোসেন মিন্টু, প্রভাষক রেজাউল ইসলাম, প্রভাষক বিশ্বজিৎ দাস পাপ্পু ও রিপন রবিদাস প্রমুখ। তা/অ