রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১২ am
ডেস্ক রির্পোট :
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুলতান আহমেদ নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের ওপর এক নারীর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। হামলায় অভিযুক্ত নারী নিলুফা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (৬ মার্চ) শিমরাইল হাইওয়ে ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ কুমার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ওই নারীসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
নিলুফা বেগম কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কোলিনপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সালমা টাওয়ার এলাকায় বসবাস করেন।
এদিকে, পুলিশের ওপর হামলার একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন নারীসহ কয়েকজন যুবক মিলে পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তিকে মারধর করছে। এ সময় ওই পুলিশ সদস্যের ইউনিফর্ম ছিঁড়ে যায়। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে কে বা কারা এই ভিডিও করে টিকটকে ভাইরাল করেছে তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, ‘মহাসড়কের উল্টো দিক দিয়ে অটোরিকশায় ওই নারী যাচ্ছিলেন। সে সময় দায়িত্বরত কনস্টেবল সুলতান অটোরিকশা থামতে সিগন্যাল দেন। কিন্তু চালক দ্রুত রিকশাটি ঘোরাতে গিয়ে উল্টে পড়ে যায়। এতে ওই নারী যাত্রীর মোবাইল ভেঙে যায়। এরপর ওই নারীসহ আশেপাশের কিছু লোক সুলতানের ওপর হামলা করেন। এ সময় ওই নারী সুলতানের মোবাইল ফোন কেড়ে নেন। পরে আশপাশের মার্কেটের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দিয়েছে। ইতোমধ্যে মামলা হয়েছে। তবে এই ঘটনার ভিডিও করে কে বা কারা টিকটকে প্রকাশ করেছে তা জানা নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ সূত্র : বাংলাট্রবিউন