রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৭ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৫ কাউন্সিলর ছাড়াই ক্রস ড্রেনসহ ৭টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র শহিদুজ্জামান শহিদ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এসব কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
তবে, উদ্বোধন অনুষ্ঠানে কেশহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলরকে ডাকা হয়নি। এবিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এব্যাপারে মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, ওই পাঁচজন কাউন্সিলর পৌরসভার উন্নয়ন কাজে প্রতিনিয়ত বাঁধাগ্রস্ত করেন। তাই তাদেরকে ডাকা হয়নি।
ওই পাঁচ কাউন্সিলের মধ্যে পৌরসভার ৫ নম্বর ওর্য়াডের কাউন্সিল মো. ছাবের আলী মন্ডল বলেন, রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আমাদের ডাকেননি। ফলে আমাদের ইচ্ছে থাকার সত্ত্বেও আমরা যেতে পারিনি।
পৌর মেয়র মো. শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুস্তম আলী প্রামানিক, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য কালে স্থানীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন বলেন, পৌরসভার পাঁচজন কাউন্সিলরদেরকে দ্রুত ডেকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে। রা/অ