রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫১ am
এইচ এম ফারুক, (নিজস্ব প্রতিবেদক) তানোর :
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় যথাযথ মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমের কার্যক্রম শুরু করেন তানোর উপজেলা প্রশাসন। পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ, তানোর প্রেসক্লাব ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন জানান।
অপরদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভোর ৭টায় সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহনে খালি পায়ে প্রভাতফেরি শহীদ মিনারে ফুলদিয়ে শহিদদের সম্মান জানানো হয়েছে। এছাড়াও উপজেলার কামারগাঁতে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাদারীপুর ও কামারগাঁ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে র্যালী করে কামারগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলার কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল হোসেন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াহিদুর রহমান শিমুল, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ইন্তাজ আলী ও ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মতিউর রহমান।
এছাড়াও ওয়ার্ড যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, ইউপি সদস্য বেলি বেগম, জমিলা বেগম ও রশিদা বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সৈনিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তা/অ