রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৮ am
ক্রীড়া ডেস্ক :
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন।
ম্যাচের শুরু থেকেই দাপুটে শুরু করে মেয়েরা বাংলাদেশ। সফরকারী নেপাল বাংলাদেশের আক্রমণগুলো রুখে দিচ্ছিল। তবে ৪২ মিনিটে এসে আর রক্ষা হয়নি। বুদ্ধিদীপ্ত গোল করেন শাহেদা আক্তার রিপা।
বাংলাদেশের সংঘবদ্ধ আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নেপালের ডিফেন্ডার কুমারী তামাং রিপার পায়ে বল তুলে দেন। বক্সের মধ্যে বল পেয়ে রিপা আড়াআড়ি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
মিনিট তিনেক পর বাংলাদেশকে আরেকবার আনন্দের উপলক্ষ্য এনে দেন অধিনায়ক শামসুন্নাহার। আফিদার বাড়ানো বল নেপালী ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক সুযোগ সন্ধানী ফরোয়ার্ডের মতো বল পেয়েই জোরালো শটে গোল করেন।
বিরতির পর খেলায় ফিরতি মরিয়ে নেপাল সহজ সুযোগ হাতছাড়া করে ৫০ মিনিটে। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে দারুণ পাস দিয়েছিলেন আমিশা। সুনকালা রাই ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও ঠিকমতো শট নিতে পারেননি।
এরপরের কয়েক মিনিট রক্ষণ আরও জমাট করে ফেলে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের ৮৭ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় বাংলাদেশ। শামসুন্নাহারকে বক্সের বাইরে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। রিপার নেয়া ফ্রি কিক থেকে মাথা স্পর্শ করে দলকে তৃতীয় গোল পাইয়ে দেন উন্নতি খাতুন। সূত্র : এনবি নিউজ বাংলা ২৪ কম