শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৭ pm
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা জাহারা মিতু আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লেখিকা হিসেবে। এবারের অমর একুশে বইমেলায় আগামী ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে বইটি।
বই প্রকাশের বিষয়টি জানিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে মিতু লিখেছেন,’আমার লেখা বই! এও সম্ভব! সত্যি বলছি আমার জীবনের সবচেয়ে দুঃসাহসিক কাজ এটি। এই দুঃসাহসে পাশে থাকবেন হয়তো যারা আমাকে ভালোবাসেন তারা। আপাতত আর কিছু লিখছি না। দেখা হবে এবারের ঢাকা এবং চট্টগ্রাম বইমেলায় দেশ প্রকাশনীর স্টলে। এতোদিন নিজে লেখকদের অটোগ্রাফ নেওয়ার অপেক্ষায় থাকতাম, এবার নিজেই আপনাদের আশায় থাকবো।’
এদিকে নিজের প্রথম বই প্রকাশের অনুভূতি বলতে গিয়ে দৈনিক বাংলাকে জাহারা মিতু বললেন,’আসলে এ এক অন্যরকম অনুভূতি। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব আমি এখন। কবিতা আমার জন্য আমার জীবনের প্রতি মুহূর্ত। জীবনে আসা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। যে কবির তৃতীয় চক্ষু যতোটা শক্তিধর, সে তার পাঠকের অনুভূতি ততোটাই ভালোভাবে বুঝতে পারে। কাউকে ভালোবাসা প্রকাশ করতে একটি কবিতা পাঠিয়ে দেখুন, ভালোবাসার প্রকাশটাই ভিন্ন হবে।’
গত বছরের ডিসেম্বর মাসে খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের ‘জয় বাংলা’ চলচ্চিত্র দিয়ে চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটেছিল জাহারা মিতুর। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে গুণী নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘কুস্তিগীর’ চলচ্চিত্রটি। সূত্র : দৈনিক বাংলা