রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০০ am
ডেস্ক রির্পোট :
তুরস্কে উৎপত্তি হওয়া শক্তিশালী ভূমিকম্পে প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন ও সাইপ্রাসও কেঁপে ওঠে। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সর্বশেষ তথ্য অনুযায়ী ১ হাজার ৩ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। উদ্ভূত পরিস্থিতিতে তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৯৯৯ সালের অভিশপ্ত দিনের স্মৃতিতে। সেই অভিশপ্ত দিন ছিল ১৭ আগস্ট। ভূমিকম্পে দুই দেশের একটা বড় অংশের বহু ছোটখাটো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। ধ্বংসস্তূপে রূপান্তরিত হয় দেশ দুটির কিছু অংশ।
সেই ভূমিকম্প কারও কাছে ইজমিত কম্পন, কারও কাছে কোসায়েলি কম্পন আবার কারও কাছে গোলকুক কম্পন নামে খ্যাত। সেবার মৃত্যু হয়েছিল ১৭ হাজার মানুষের।
ভূমিকম্পের ছাপ গিয়ে পড়ে ইস্তাম্বুলেও। আর সেই অভিশপ্ত স্মৃতি বারবার ফিরে এসেছে ২০২৩ সালের তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে। সূত্র : যুগান্তর