মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সন্ত্রাসি হামলায় বাড়িঘর ও দরজা জানালার থাই ভাংচুর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী বাড়ির মালিক বিমল চন্দ্র প্রামানিক (৫১) তিনজনকে আসামী করে শুক্রবার সকালে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ২৫ জানুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ১১ দিকে তানোর সদরের হিন্দুপাড়া মহল্লার নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন দাস (৩২), কিরণ চন্দ্র দাস (২৮) ও পিতা নিতাই চন্দ্র দাস (৬০) দলবদ্ধ হয়ে তাদের নিজ বসত বাড়ির ছাঁদ হতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দ্বারা তাদের বশতবাড়ির দোতলার দক্ষিণ পার্শ্বের দু’টি জানালার থাই ভাংচুর করে এবং বাসা বাড়ির বিভিন্ন ক্ষতিসাধন করে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকা।
এঘটনার পরপরই বাড়ি মালিক জানতে পেয়ে বাসার বাইরে বের হয়ে পাড়ার লোকজনকে ডাকা চিৎকার দেন। পরে তাদের ভাংচুরের বিষয়ে বলতে গেলে বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন। উল্লেখ্য, ইতোপূর্বে বাড়ির মালিক বিমল চন্দ্র প্রামানিককে মারধর করে সুমন দাস।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানান ওসি। তা/অ