শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:১০ am
ক্রীড়া ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার কে? অসমাপ্ত এই তর্কের পালে নতুন হাওয়া দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তাঁর চোখে পেলে কিংবা ম্যারাডোনা নন, সর্বকালের সেরা লিওনেল মেসি। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের এক মাস পূর্ণ হয়েছে বুধবার।
এর আগে স্প্যানিশ রেডিও কাদেনা কোপকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনির স্বীকৃতি, ‘মেসির সঙ্গে আমি খেলেছি, ওকে কোচিং করিয়েছি। আমার চোখে মেসিই সর্বকালের সেরা, যদিও ম্যারাডোনা কিংবদন্তি।’ অধিনায়ক হিসেবেও মেসির ভূয়সী প্রশংসা করেছেন স্কালোনি, ‘নিশ্চিত করে বলতে পারি যে, প্রেস করার ক্ষেত্রে, বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে মেসি এক নম্বর। আর অধিনায়কের কথাই শেষ কথা।
আমি কথা বলার পর ওরা একসঙ্গে মাঠে নামে, সেখানে কথা বলে অধিনায়কই। আমি সেটার অংশ নই।’ ফাইনালের এক মাস পূর্তিতে স্কালোনি জানালেন, ‘ফাইনাল আর দেখিনি (টিভিতে রিপ্লে)। এটা আমার মাথায় গেঁথে আছে। ওটা যদি কখনো দেখি তাহলে শেষ বেলায় মার্তিনেজের সেভটা কয়েক বার দেখব।’ সূত্র : এফএনএস