রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:২৭ pm

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
রাজশাহীর বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা’র সমাপনীতে পুরস্কার বিতরণ

রাজশাহীর বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা’র সমাপনীতে পুরস্কার বিতরণ

এম এম মামুন :
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপ্ত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলা শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা আহসানুর রাব্বি।

প্রধান অতিথি তার বক্তব্যে এই আয়োজনের জন্য বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারকে ধন্যবাদ জানিয়ে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিভা এবং বিজ্ঞান চর্চায় বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ভূমিকা রাখবে বলে আশা করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সেস ফ্যাকাল্টি’র ডিন প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল আলম।

এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাবসহ ৫২টিরও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৫৫টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করে। মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হয়।

মেলায় স্টলে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, দ্বিতীয় স্থান অধিকার করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, এবং তৃতীয় স্থান অধিকার করেছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, তৃতীয় স্থান অধিকার করেছে নাটোর গভর্নমেন্ট বয়েস হাই স্কুল, নাটোর এবং ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ ও তৃতীয় স্থান অধিকার করেছে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.