শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৫ pm
ক্রীড়া ডেস্ক : হকিতে দারুণ এক সাফল্য পেল বাংলাদেশ। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশের কাছে ৭-৬ গোলের ব্যবধানে হেরেছে ওমান। আট বছর আগে এই ওমানকে হারিয়েই অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
২০১৪ সালের সেই ফাইনালে ঢাকায় ওমানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আট বছর পর সেই ওমানকে ফাইনালে পেলে আবারও হারিয়ে দিল লাল-সবুজের দল। ওমানই এবারের এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের আয়োজক। ওমান যাওয়ার আগে মাত্র দুই সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছে অনূর্ধ্ব-২১ হকি দল। ফলে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না কোচ মামুনুর রশিদ।
কিন্তু মাঠের খেলায় একে একে সব বাঁধাই টপকে গেল বাংলাদেশ। মপফষনওমানের মাসকটে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালের লড়াইয়ে ২ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ওমান। ৫৩ মিনিটে রকিবুল হাসানের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে আর গোল হয়নি, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এরপর পেনাল্টি শুটে প্রথম পাঁচ শটে তিনটি করে গোল করে দুই দলই। পরে সাডেন ডেথে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল ১০টায় দেশে ফেরার কথা চ্যাম্পিয়নদের। সূত্র : এফএনএস