রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৮ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে সংবাদ প্রকাশের পর চন্দ্রকোলা গ্রামের খালেক নামের সেই ভ্যানচালকের রাস্তা খুলে পরিষ্কার করে দিয়েছেন প্রশাসন। বন্ধ করে দেয়া রাস্তাটি আজ ১২ জানুয়ারি বৃহস্পতিবার মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস সরেজমিন ঘটনাস্থলে গিয়ে রাস্তার বেড়া অপসারণ করে দেন তিনি। এসময় উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়ে সমন্বয় করেও দেয়া হয়েছে।
প্রসঙ্গ, মোহনপুর উপজেলার চন্দ্রকোলা গ্রামে গত এক সপ্তা আগে প্রভাব খাটিয়ে আব্দুল খালেক চলাচলের রাস্তা বেড়া দিয়ে অবরুদ্ধ করেন একই গ্রামের প্রভাবশালী হাজী ফজলুর রহমান। এতে খালেক নিরুপায় হয়ে নিরসন চেয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে এসিল্যান্ড প্রিয়াংকা দাস বন্ধ রাস্তা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেন তিনি। তা/অ