মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৪ am

সংবাদ শিরোনাম ::
তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির
নিজের নয়, অন্যের বিয়ে দিয়েই খুশি কাউন্সিলর তাছির

নিজের নয়, অন্যের বিয়ে দিয়েই খুশি কাউন্সিলর তাছির

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে এক কাউন্সিল নিজে বিয়ে করতে না পারলেও ২০ বছরে অন্তত ৮ হাজার ৪৯ জনের বিয়ে দিয়ে রেকর্ড সৃষ্টি করে মহাখুশি তিনি। এমন ব্যক্তির নাম তাছির মন্ডল। তিনি তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এতো বিয়ে দেবার ব্যাপারে তিনি গর্ববোধ করে বলেন, গেলো ২০০২ সালের প্রথম দিকে শখের বসে বিয়ে দেয়ার কাজ শুরু করি। কিন্তু পরে বিভিন্ন এলাকার লোকজন আমার কাছে তাদের ছেলে মেয়েদের বিয়ের জন্য পাত্র-পাত্রীর খোঁজে আসতে শুরু করেন। এভাবেই শুরু আমার ঘটক হয়ে উঠা।

তিনি আরও বলেন, প্রথমে আমার নিজ এলাকা তানোরের ছেলে মেয়েদের বিয়ের ঘটকতালি করতাম। পরবর্তীতে রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ ছাড়াও বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের বিয়ের ঘটকতালি করা শুরু করি।

প্রথমে ২০০২ সাল থেকে আজ অবদি তিনি ঘটকতালি করে ৮ হাজার ৪৯ জনের বিয়ে দিয়েছেন বলে গর্ববোধ করেন তিনি। এরমধ্য প্রায় সাড়ে ৩০০ বিয়ে টিকেনি। আর সব দম্পতি ভালো আছেন, সুখে সংসার করছেন। এদের মধ্যে অনেকেই এখনো তার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও জানান তিনি।

সর্বশেষ বুধবার (৪ জানুয়ারী) তিনি ঘটকতালি করে নওগাঁ জেলার মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার জৈনক ব্যক্তির কন্যার সাথে মোহনপুর উপজেলার পাকুয়া এলাকার জৈনক ব্যক্তির পুত্রের বিয়ে দিয়েছেন। এই ঘটকতালি করার সুবাদেই এলাকায় তার রয়েছে ব্যাপক খ্যাতি ও সুনাম। এজন্যই এলাকার সবাই তাকে ঘটক তাছির নামেই চিনেন। কিন্তু পরবর্তীতে ২০১৫ সালে এলাকার ভোটাররা তাকে জোর করে তানোর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দাঁড় করিয়ে দেন এবং বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করেন।

পরে ২০২১ সালেও ভোটাররা আবারো তাকে ভোটে দাড় করিয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন। এখনো তিনি কাউন্সিলর রয়েছেন। তবে, বিয়ে দিয়ে তিনি সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন বলেও জানান এই কাউন্সিলর। নিজে বিয়ে করছেন না কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁকা বাড়ি করার পর বিয়ে করবেন বলে জানান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটক তাছির কাউন্সিলর একজন সাদা মনের সহজ সরল প্রকৃতির মানুষ। ঘটকতালি করার কারনে এলাকার প্রায় প্রতিটি পরিবারের সাথে রয়েছে তার মধুর সম্পর্ক। তিনি সকলের সাথেই হাসি মুখে কথা বলার পাশাপাশি যেকোন বিপদে আপদে ডাকলেই ছুটে যান সবার মাঝে।

এবিষয়ে তাছির মন্ডল বলেন, গত ২০ বছরে অন্তত ৮ হাজার ৪৯টি বিয়ে দিয়েছেন তিনি। বছরে প্রায় ৪০০টি বিয়ের ঘটকতালির মাধ্যমে বিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, প্রায়দিনই তার ঘটকতালির মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। এমনও দিন গেছে ঘটকতালিতে একই দিনে ৫ থেকে ৬টা পর্যন্ত বিয়ে হয়েছে।

কাউন্সিলর বলেন, বিয়ের ঘটকতালি করে বিয়ে দিলে আমাকে তারা খুশি মনে সর্বনিম্ন ১০ হাজার টাকা দেন। অনেকে বেশিও দেন। সর্বচ্চো ৬০ হাজার টাকাও আমি পেয়েছি। যার যেমন সামর্থ তেমনই টাকা আমাকে খুশি মনে দেন। আমি জোরাজরি করে কোন টাকা নিই না। তার ঘটকতালিতে ৮ হাজার ৪৯টি বিয়ের মধ্যে সাড়ে ৩০০ মতো বিয়ে বিচ্ছেদ ঘটেছে।

এব্যাপারে তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান পৌরমেয়র ইমরুর হক বলেন, ঘটক তাছির কাউন্সিলর এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি মূলত ঘটকতালি করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। আমি তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.