রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৩ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাবের আলী কর্তৃক বাজারের সরকারি জমি অবৈধ দখলের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন জামাল হোসেন নামের এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে সাবের আলীর বিরুদ্ধে দখলবাজি নিয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, কেশরহাট এলাকায় কাউন্সিলর সাবের আলী কুখ্যাত ভূমিদস্যু নামে পরিচিত। সে মোহনপুর থানার কেশর মৌজায় বিএস ১৬৪০, ১৬৫০, ১৬৫১, ১৬২১, ১৬৩৮ দাগ গুলো বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ নামে রেকর্ডভূক্ত সম্পত্তি হওয়ার পরেও সেই দাগ গুলোতে ৫ তলা ভীত সহ ভবন ও দোকানপাট অবৈধভাবে দখল করে নির্মাণ করেছে। এছাড়াও কেশরহাটের সরকারি খাস জমি প্রায় ১৭ বিঘা অবৈধ ভাবে দখল করে প্রায় ২০০টি দোকান, মার্কেট ও ভবন নির্মাণ করেছে।
কাউন্সিলর সাবেরের পেটুয়া বাহিনীর ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পায়না। বিগত দিনে তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্ম তুলে ধরে অসংখ্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সরকারি কোন মহল আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলেও পত্রিকার কার্টিং সংযুক্ত করে উল্লেখ্য করেছেন তিনি।
এবিষয়ে কেশরহাট পৌরসভার কাউন্সিলর সাবের আলী মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মিটিং-এ ব্যস্ত আছেন বলে বিষয়টি এড়িয়ে যান। রা/অ