মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৩ am
এইচএম.ফারুক (নিজস্ব প্রতিবেদক) তানোর :
বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ক্বেরাত প্রতিযোগিতা। গত ২৮ ডিসেম্বর বুধবার রাজশাহীর এক কমিউনিটি সেন্টারে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্বিরাত, আযান, হামদ ও নাথ প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে ৭ জন করে বিজয়ী হয়েছেন।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ জনের প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে ৫ম হয়েছেন তানোর উপজেলার রিফাত ইবনে সফিক। সে রাজশাহী নগরীর ফাইযুল কুরআন হিফয মাদ্রাসার শিক্ষার্থী। ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত লেখাপড়ার পাশাপাশি ইসলামী চর্চায় অধিকাংশ সময় ব্যয় করে সে। এরআগে রিফাত ইবনে সফিক রাজশাহী জেলার থানা পর্যায়ে ৫ পারা গ্রুপে ৩য় স্থান অধিকার করেন।
জানা গেছে, রিফাত ইবনে সফিক রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজারের ব্যবসায়ী মো. সফিকুল ইসলামের প্রথম ছেলে।
এই মেধাবী ক্বেরাত প্রতিযোগিতায় (৫ পারা) সারাদেশের মধ্যে ৫ম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন। ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করে হাফেজ ও উলামা কল্যাণ ফাউন্ডেশন। তা/অ