রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৮ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
রাজশাহীতে মাছ চাষে বেকার যুবক, চাঙ্গা অর্থনীতি

রাজশাহীতে মাছ চাষে বেকার যুবক, চাঙ্গা অর্থনীতি

আর কে রতন, বিশেষ প্রতিবেদক :
রাজশাহী জেলাজুড়ে মাছ চাষে বিপ্লব ঘটে চলেছে। মুনাফা বেশি পাওয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন নতুন নতুন শিক্ষিত বেকার যুবকরা। এতে তারা সফলতাও পাচ্ছেন। ফলে সময়ের পরিক্রমায় মাছ চাষের মাধ্যমে সুস্বাদু পান চাষ বিখ্যাত রাজশাহী জেলা এখন মাছের রাজ্যে পরিনত হয়েছে। ফলে বলা যেতেই পারে মাছ চাষিরা অর্থনীতিতে একটি অবদান রাখছে।

মাত্র ৫ থেকে ৬ বছরের ব্যবধানে রাজশাহী জেলায় ক্রমান্বয়ে বেড়েই চলছে মাছ চাষিদের সংখ্যা। চাষির সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মাছের উৎপাদন কয়েকগুণ। বাণিজ্যিকভাবে মাছ চাষে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে জেলার অনেক শিক্ষিত বেকারদের। রাজশাহী জেলাজুড়ে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখতে মাছ চাষ বড় অবদান রাখছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।

মৎস্য অধিদপ্তরের সূত্রে জানা যায, পূর্বে রাজশাহী জেলার সব উপজেলায় বাণিজ্যিক ভাবে মাছ না হলেও বর্তমানে মৎস্য বিভাগের পরামর্শ ও অধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে বর্তমানে ৯ উপজেলায় বাণিজ্যিভাবে মাছ চাষ শুরু করেছেন নতুন নতুন উদ্যেক্তারা। ফলে মৎস্য বিভাগের হিসেব মতে পুরো জেলায় ১৮ হাজার ২৭ জন চাষি রয়েছেন। এসব চাষিদের মাধ্যমে ৮৪ হাজার ৮০৩ মেট্রিকটন মাছ উৎপাদন হয়ে থাকে। তবে, জেলায় চাহিদা ৫২ হাজার ৬৩ মেট্রিকটন। উৎবৃত্ত ৩২ হাজার ৭৪০ মেট্রিকটন। বিশেষ করে এ জেলার পবা, তানোর, গোদাগাড়ী, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া ও মোহনপুর উপজেলায় মৎস্য খামার স্থাপন এবং এতে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হচ্ছে।

জেলার মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের বড় মৎস্য খামারী বাচ্চু মন্ডল জানান, অন্যান্য ফসলের তুলনায় মাছ চাষ অনেক লাভজনক। শুরুতে আমি দু’একটি পুকুরে চাষ আরম্ভ করলেও বর্তমানে প্রায় দুইশত বিঘা পুকুরে মাছ চাষ করছি। তার মতে স্থানীয় বাজারসহ, রাজধানী ও আশেপাশে জেলা শহরগুলোতে মাছের ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি মাছের দাম ভাল হওয়ায় মাছ চাষে যুক্ত হচ্ছেন অনেক বেকার শিক্ষিত যুবকরা। তিনি আরো জানান, অন্যান্য মাছের পাশাপাশি রুই, কাতল, ব্রিগেড, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া মাছের বিশেষ চাহিদা রয়েছে বাজারে। এছাড়াও এইসব মাছের দাম অন্যান্য মাছের তুলনায় কম হওয়ায় সব শ্রেণির মানুষ কিনতে পারে তাই এইসব মাছ চাষে বিশেষ আগ্রহ হচ্ছে অত্র এলাকার চাষিরা।

তানোর উপজেলার কলমা ইউনিয়নের বনগাঁ গ্রামের মাছ চাষি মশিউর ইমরান বলেন, প্রথমে অল্প পরিসরে মাছচাষ শুরু করি। বর্তমানে প্রায় শতাধিক বিঘা পুকুরে রুই, কাতল, ব্রিগেড, মৃগেল, শিং মাছের চাষ করছি। ভাল হওয়ায় দিন দিন খামার প্রসারিত হচ্ছে।

দূর্গাপুর উপজেলার মাছ চাষি সোহেল রানা জানান, অন্যান্য ফসলের তুলনায় মাছ চাষ লাভজনক হওয়ায় তিনি মাছ চাষে ঝুঁকেছেন। মাছ চাষ বাবদ সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ভাল মুনাফা থাকে।

বাগমারা উপজেলার মাছ চাষি শাফিকুল ইসলাম বলেন, ফসলের তুলনায় মাছ চাষ অনেক লাভজনক। কেন না যে জমিতে একবার ফসল চাষ করলে আর কোন ফসল উৎপাদন করা যেত না। সেসব জমিতে এখন মাছ চাষ করে কয়েকগুণ বেশি মুনাফা আয় করা সম্ভব হচ্ছে। যার মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়েছেন। উপজেলা মৎস্য কার্যালয় থেকেও বিভিন্ন রকম সহযোগিতা পাচ্ছেন।

মোহনপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাছ চাষ একটি লাভজনক পেশা। দেশীয় পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমেও মাছ চাষ বৃদ্ধি পেয়েছে। মাছ চাষের মাধ্যমে অনেক বেকার যুবকরা নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে।
এছাড়াও মাছ চাষের ফলে গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন সাধিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে মাছ চাষের জন্য চাষিদের নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.