বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৭ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরণে অনিয়ম

সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরণে অনিয়ম

ডেস্ক রির্পোট : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার শাখার সোনালী ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ব্যপক অনিয়ম ও দূর্নীতি করার অভিযোগ উঠেছে ঐ শাখার অফিসার ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

জানা গেছে, প্রতিটি কৃষি ঋণে ১লাখে ৮/১০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন অত্র সোনালী ব্যাংকের অফিসার ফরহাদ হোসেন। এভাবে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সচেতন মহল জানান, যে সকল কৃষক কৃষি ঋণ পাওয়ার যোগ্য তাদেরকে ঋণ না দিয়ে ভূয়া জমির কাগজধারী কৃষকদের বেশিরভাগ ঋণ প্রদান করছেন। কারণ, ভূয়া জমির কাগজে ঋণ দিলে মোটা অংকের ঘুষের টাকা পান।

নাম প্রকাশ না করার শর্তে অত্র সোনালী ব্যাংক শাখার এক কর্মকর্তা জানান, ফরহাদ হোসেনের অধিনে যতগুলো কৃষি লোন বিতরণ করা হয়েছে তার মধ্যে তুলনামূলকভাবে ভূয়া এবং ভিত্তিহীন লোনের সংখ্যা বা পরিমাণ বেশি।

বিশেষ সুত্রে জানা গেছে, অনেক কৃষকের জমি না থাকলেও জমির জাল কাগজ তৈরিতে পরামর্শ দিয়ে গ্রাহকদের এভাবেও কৃষি লোন বিতরণ করতে সাহায্য করেছেন তিনি।

একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, অনেকের জমির বৈধ কাগজ পত্রাদি থাকার পরেও তাদেরকে কৃষি ঋণ পেতে বহুবিধ হয়রানির শিকার হতে হচ্ছে। অথচ অত্র সোনালী ব্যাংক শাখার কতিপয় দালালের মাধ্যমে ঘুষের বিনিময়ে শত শত ভূয়া/জাল জমির কাগজের উপর ভিত্তি করে কৃষি ঋণ বিতরণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ব্যাংক একাউন্ট চেক বই নিতে গেলে সেখানেও গ্রাহকদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকা নিয়ে থাকেন তিনি। অভিযোগ রয়েছে, চেকবই নেওয়ার জন্য এনজাদুল প্রামাণিক নামের এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, নাম প্রকাশে অনিচ্ছুক আরও ৪ ব্যক্তির কাছ থেকে কৃষি ঋণ বিতরণের জন্য ২৬ হাজার টাকা ঘুষ নিয়েছেন তিনি।

গোপন সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক নওগাঁ বাজার শাখার কর্মকর্তা ফরহাদ হোসেন ঘুষের টাকা দিয়ে পাকা বিল্ডিং বাড়ি তৈরি এবং নামে-বেনামে জমি ক্রয় করাসহ বিভিন্ন ব্যাংক একাউন্টে টাকা জমিয়েছেন।

এ সকল বিষয়ে অত্র ব্যাংকের ম্যানেজার সব কিছু জানেন কিনা প্রশ্ন থেকেই যায়। ব্যাংকের এ অনিয়ম-দূর্নীতির তদন্ত করলে প্রমাণও মিলবে শতভাগ।

এ ব্যপারে অত্র সোনালী ব্যাংক নওগাঁ বাজার শাখার ম্যানেজার ফিরোজ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার সোনালী ব্যাংকের অফিসারের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবেন না। রিপোর্ট প্রকাশ হলে আমার ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হবে। সূত্র : পদ্মাটাইমস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.