শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:০০ am
ডেস্ক রির্পোট :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে তখন জনসমর্থনহীন আগুন সন্ত্রাসীরা দেশে ভোটের নামে আবার ষড়যন্ত্র করছে। তাদের প্রতি মানুষের সমর্থন নেই। এদের প্রতিহত করতে হবে। এরা যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে চেয়েছে। বিচারের রায়ের দিনে হরতাল করেছে। এরা স্বাধীনতা বিরোধীদের দোসর। এরা পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করেছে। এই দেশে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান হবে না। স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না।
মঙ্গলবার সকাল ১০টায় নাটোরের অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, জিয়াউর রহমান কেমন মুক্তিযোদ্ধা যে, ক্ষমতা দখল করেই ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর নাম ও জয়বাংলা স্লোগান নিষিদ্ধ করেছিল।
শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি কলেজের অনার্স শিক্ষকদের এমপিওভুক্তি করা ও বেসরকারি শিক্ষকদের বদলির কোনো পরিকল্পনা এখনো সরকার গ্রহণ করেনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপচার্জ স্থপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জুবায়দা আয়শা সিদ্দিকা, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুস সালাম হাওলাদার।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও মহারাজা জেএন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
৩৫ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত বিশ্বের তৃতীয় বৃহত্তম জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনের জন্য শিক্ষামন্ত্রী প্রশংসা করেন। অনুষ্ঠানে জেলা ডিগ্রি কলেজসমূহের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেন। সূত্র : যুগান্তর