শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজ মাঠে দুইমাসব্যাপি আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর দরগাপাড়া বন্দুত্বের বন্ধন-এর আয়োজনে এবং রাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামানের সার্বিক সহযোগিতায় বুধবার বিকেলে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক তৌরিদ আল মাসুদ রনি, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, বেনজির আহম্মেদ এবং রুবেল, রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়ারবৃন্দ।
এই টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহন করছেন। সভাপতি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তার রক্তে মিশে গেছে। তার পুরো পরিবার ক্রিকেটসহ অন্যান্য খেলার সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর খেলোয়ারগণ উদ্বুদ্ধ করতে ইতোপূর্বে তিনি বিভিন্ন বিদেশি খেলোয়াড় রাজশাহীতে নিয়ে এসে ক্রিকেট খেলিয়েছেন। আগামীতেও এই ধারা তার পক্ষ থেকে চলমান থাকবে বলে জানান তিনি। সেইসাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সভাপতি।
এই টুর্নামেন্টে অ্যাডড্রেস ব্লুস্টার দল ২৮ রানে দরগাপড়া দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডড্রেস ব্লুস্টার দল ৭ উইকেটে ১৪০ রান করে। জবাবে দরগাপাড়া দল সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান করে। ম্যাচসেরা হয়েছেন সাব্বির। রা/অ