রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন হয়েছে।
সোমবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ ও উপজেলা সহকারী প্রোগ্রামার সোহেল রানা।
পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে লেখে, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ পরবর্তী সময়ে এসে রূপকল্প ২০২১ ঠিক করা। তথ্যপ্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় চলে গেছে, মানুষ এখন ঘরে বসে সে সেবা পাচ্ছে। হাতের মুঠোয় এখন বিশ্ব।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর সরকার এখন নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এ চার মূল ভিত্তির উপর গড়ে উঠবে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী টেকসই বুদ্ধিদীপ্ত জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। তা/অ