রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৬ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাঠশালা স্কুল এন্ড কলেজের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ২৪ জন জিপিএ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে `সুইডেন হাজি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ প্রদান করা হয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও নগদ অনুদানের অর্থ প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নারী ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, আলহাজ্ব তরিকুল আলম (সুইডেন হাজি), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান ও গোলাবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ গাজিউল আলম।
এতে আরও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু, নেজামপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব নূরুল আওয়াল, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম ও নাচোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব এনামুল হক।
আলহাজ্ব সুইডেন হাজি কৃতি শিক্ষার্থীদেরকে উৎসাহ ও প্রেরণা দেওয়ার লক্ষ্যে তাঁর নামে শিক্ষাবৃত্তি আজীবন চালু রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। রা/অ