মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪২ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে আরও ৫টি অবিস্ফোরিত তাজা ককটেল ও লাঠি সোডা উদ্ধার করে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলা ডাকবাংলো মাঠে মঞ্চের আশপাশে এ ঘটনা ঘটে।
এব্যাপারে আজ (২৩ নভেম্বর) বুধবার সকালে বিএনপির ৮ জন নামধারী ও অজ্ঞাতনামা দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এসআই হাফিজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কিন্তু আসামীদের নাম জানাতে অপারগতা প্রকাশ তিনি। তবে, এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ডাকবাংলো মাঠে হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। এহেন খবরে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এছাড়াও ককটেলের খোসা ও ৭টি লাঠি উদ্ধার করা হয়। হঠাৎ করে উপজেলা সদরে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপজেলা ক্যাম্পাস এলাকা।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ডাকবাংলো মাঠে বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত থানায় ফোন দেন। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলের বিস্ফোরিত খোসা ও পাঁচটি ককটেল সহ বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, এঘটনায় ৮ জন নামধারী ও দেড় শতাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
তবে, তিনি জড়িতদের নাম পরিচয় ব্যাপারে থানায় খোঁজ নেবার পরামর্শ দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজের মোবাইলে জানতে চাওয়া হলে তিনি ব্যস্ত আছি বলে এড়িয়ে গিয়ে সংযোগ বিভিন্ন করেন। রা/অ