শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৪ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজশাহীর মোহনপুরে ৫০০ হাত দৈর্ঘ্যের পতাকা বানিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা । জাহানাবাদ ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে এ পতাকা বানানো হয়।
শুক্রবার (১৮নভেম্বর) বিকেলে জাহানাবাদ বাজারে গ্রামীণ সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করে সমর্থকরা। পরে র্যালি করেন গ্রামের সড়কের পাশে আর্জেন্টিনার ৫০০ হাত দৈর্ঘ্যের পতাকা টাঙিয়ে।
জানা গেছে, কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে এরই মধ্যে প্রিয় দলগুলো নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। শহরে, গ্রামে, পথে ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। এরই অংশ হিসেবে মোহনপুরে ৫০০ হাত দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানানো হয়েছে। লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে ভালোবেসে এই পতাকা বানানো হয়েছে বলে জানিয়েছে সমর্থকরা।
আর্জেন্টিনার সমর্থক ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক জুয়েল রানা বলেন, প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে এ পতাকা বানানো হয়েছে।
এক ব্রাজিল সমর্থক মো: আহসান হাবিব নয়ন বলেন, গ্রামের যুবকরা আর্জেন্টিনাকে ভালোবেসে যে কাজ করছে, তা প্রশংসনীয়।
জাহানাবাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, আর্জেন্টিনার সমর্থকরা ৫০০ হাত দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন তাদের এ ভালোবাসাকে সাধুবাদ জানাই। আজকের তানোর