শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আজ (১ নভেম্বর ২০২২) মঙ্গলবার সকাল ১০টায় ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে যুবদের নিয়ে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ওহাব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান প্রমুখ।
এসময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, তানোর উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী অফিসার শহিদুল আলম ভূঁইয়া। পরে আলোচনা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। আজকের তানোর