মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৬ pm
ডেস্ক রির্পোট : নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ।দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার ইসিতে আবেদন করেন দলটির সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ইসিতে আবেদন করে বেরিয়ে সাংবাদিকদের নূর বলেন, ‘এবার একটি দলকে নিবন্ধন দিলেও সেটা তাদেরই দিতে হবে।ইসি যেসব শর্ত চেয়েছে, তার চেয়েও বেশি শর্ত পূরণ করে ডকুমেন্ট জমা দিয়েছি।’
২০০৮ সাল থেকে দেশে নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে হলে ইসির নিবন্ধিত হতে হচ্ছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে ৩৯টি।
দ্বাদশ সংসদ নির্বাচনের বছর খানেক আগে এ পর্যন্ত ৮০টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। নিবন্ধনের তিনটি শর্তই খুব জটিল বলে মন্তব্য করেন ভিপি নূর।
তিনি বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাব। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে।’
এক প্রশ্নের জবাবে ভিপি নূর বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না আমার দল, জোট করার বিষয়েও কোনো সিদ্ধান্ত এখনো নেই। সূত্র : যুগান্তর