শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৩ pm
চাঁপাই প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে, চিত্রাঙ্কন, ৭মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে ও সভাকক্ষে বিরতিহীনভাবে এ প্রতিযোগিতা চলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে আয়োজিত প্রেিযাগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমানুল্লাহ, গোমস্তাপুর সোলেমানি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আবদুর রাকিব।
সাংবাদিক সারওয়ার জাহান সুমনের উপস্থাপণায় পাঁচটি বিভাগের ওপর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের তানোর