মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪০ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৩ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।
সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মামুনুর রশীদ ওরফে মামুন (৩০)। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম নুরুল ইসলাম ওরফে ফাকু।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর ৩ বছরের এক শিশুকে ধর্ষণ করেন মামুন। ঘটনার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালতে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।
আইনজীবী নাসরিন আখতার মিতা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সূত্র : পদ্মাটাইমস