রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৮ জন জীবিত বীরমুক্তিযোদ্ধা ছাড়াও ২০ জন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে স্মার্টকার্ড ও সার্টিফিকেট প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট প্রদানের শুরুতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম ছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।
এদিন সকাল ১০ টায় জেলা প্রশাসক নাচোল থানা পরিদর্শন শেষে নাচোলে ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগদেন ।সমাবেশ শেষে পরিষদ মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন্মুখী প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে, পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদের আয়োজনে গ্রীষ্মকালীন মৌসুমী পেঁয়াজ চাষের লক্ষ্যে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, সেই সাথে ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, পলাথীন, সুতলি ও ছত্রাকনাশ পাউডার এবং অনাবাদি জমিতে পুষ্টি উৎপাদনের লক্ষ্যে নিজামপুর গুচ্ছ গ্রামের ৬৫ জন পরিবারের মাঝে বিভিন্ন শাক সবজির বীজ, জৈব সার, বীজ সংরক্ষণ পাত্র, নেট জাল দড়ি, প্লাস্টিক পাইপ ও পানির ঝাড়পাত্র বিতরণ করা হয়েছে।
অপরদিকে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নাচোলের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রেলি ও ফায়ার সার্ভিস ডিফেন্স নাচলের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। আজকের তানোর