মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৯ pm

সংবাদ শিরোনাম ::
দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
আমন ক্ষেত কেটে সাবাড় করছে ইঁদুর, মিলছে না প্রতিকার

আমন ক্ষেত কেটে সাবাড় করছে ইঁদুর, মিলছে না প্রতিকার

আসাদুজ্জামান মিঠু, বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক :
আশ্বিন মাস প্রায় শেষের পথে। কার্তিক মাসে প্রান্তিক কৃষকের অভাব অনাটনে সংসার চলে। তবুও আমন ক্ষেতের পরিচর্যায় কমতি নেই কৃষকের। আগ্রাহয়ণ মাসে গোলাভরা ধান পাবার আশায়। এখন চারিদকে ফসলের মাঠজুড়ে আধাপাকা আমন ক্ষেত ভরে উঠেছে। ফলে পুরো বরেন্দ্র অঞ্চলের ফসলের মাঠে কোথায় কাচা। আবার কোথাও আধা-পাকা ধানের মাঠে সুগন্ধি ছড়াচ্ছে। এতে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন।

এমন স্বপ্নের ক্ষেতে শেষ মুহূর্তে ইঁদুর রাজত্ব শুরু করেছে। কাঁচা ও আধা পাকা ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুরের দল। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন কৃষকরা। ইঁদুরের হাত থেকে আমন ধান বাঁচাতে স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে ছুটছেন তারা। তবে, ইঁদুর মারতে নতুন প্রযুক্তির ব্যবহার বিষয়ে কোনো ধারণা দিতে পারছেন না কৃষি কর্মকর্তারা। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা।

রাজশাহীর জেলা ও উপজেলা মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, শুধু বিষ টোপ নয়, কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে ফসলের ক্ষেতে টায়ার পোড়ানোর পদ্ধতি ব্যবহার করলে ইঁদুর কিছুটা ভয়ে ক্ষেত ছেড়ে চলে যাবে। কৃষকদের দেওয়া হচ্ছে এমন পরামর্শ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহীতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এরমধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন ও ধনচে গাছ লাগানো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হবে ৩ লাখ ৫০ হাজার হেক্টরের উপরে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ইঁদুরের দ্বারা দেশে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসল। ২০১৪-১৫ সালে ইঁদুর দ্বারা মোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার শুধু ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা কৃষি বিশেষজ্ঞ ডক্টর রফিকুল ইসলাম সম্প্রতি এ তথ্য জানিয়েছিলেন।

বরেন্দ্রের উঁচু নিচু পটভূমি হিসেবে পরিচিত রাজশাহী গোদাগাড়ী ও তানোর উপজেলায় এ বছর প্রায় ৯৫ ভাগ জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। আর প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কৃষকের জমিতে কিছু না কিছু কাঁচা ও আধা পাকা ধান কেটেছে ইঁদুর।

তানোর উপজেলা মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের কৃষক আব্দুল আজিজ চলতি বছর অন্যের পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে আমন চাষাবাদ করেছেন। এ বছর বাজারে ধানের দাম দেখে মনে অনেক স্বপ্ন ছিল। কিন্তু তার স্বপ্ন ভেঙে দিয়েছে ইঁদুরের দল। তার ৫ বিঘা আমন ক্ষেতের প্রায় ৯ শতক কাচা ধান কেটে সাবাড় করে দিয়েছে ইঁদুর। এতে করে তার ক্ষতি হবে। এতে তার জমিতে ১০ মণ ধান কম হবে বলে ধারণা।

গোদাগাড়ীর চাদন্দালায় গ্রামের কৃষক তসিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১২ বিঘা জমি আমন চাষ করেছেন। এরমধ্যে প্রায় ১০ থেকে ১৫ শতক জমিতে কাঁচা ধান কেটে ফেলেছে ইঁদুর।

এসব বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুলল্লাহ আহম্মেদ বলেন, বরেন্দ্র্র অঞ্চলে অনেক স্থানে ঝোপ-জঙ্গলের কারণে ইঁদুরের অত্যাচার বেশি। আমরা কৃষকদের নানাভাবে ইদুর নিধনের পরামর্শ দিচ্ছি বলে জানান এই কৃষি কর্মকর্তা। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.