রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:২১ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর আইন-শৃঙ্খলা ও জননিরপত্তা বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১১ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় পৌর মিলনায়তনে স্থায়ী কমিটির সভাপতি পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণে পৌর এলাকা থেকে যানজট ও ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার মধ্যে ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন দ্রব্য বিক্রি, সড়কের উপর দোকান মালিকগণ মালামাল রেখে যানবাহন ও পথচারী, শিক্ষার্থীদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা । এছাড়া সড়কের উপর দোকান বাড়ি ও ঘর নির্মাণের বিভিন্ন সামগ্রিক রেখে যানবাহন ও যাত্রীদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এরফলে বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এসব যানজট থেকে পৌর এলাকা মুক্ত করার লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরে বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুল নাঈম, বীরমুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সাংবাদিক শহিদুল ইসলাম।
বিশেষ করে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় অটো ভ্যান রাস্তার দুই ধারে সারি করে রাখা ও ফুটপাত দখল করে ব্যবসা করার ফলে যানজটের বিঘ্ন ঘটছে। এছাড়া নাচোল খোরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নাচোল ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাচোল মহিলা ডিগ্রী কলেজ এবং বেগম মহসিন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের যানজটের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।
হর হামেশাই ছোটখাটো দুর্ঘটনায় পতিত হচ্ছে পথচারীরা। এসব যানজটের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে পৌর যানজট সপ্তাহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং অটো ভ্যান ও ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে বাসস্ট্যান্ড এলাকা মুক্ত করার অভিযান সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির সভাপতি পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান নাচোল পৌরসভাকে যানজটমুক্ত পৌরসভা গড়ার লক্ষ্যে সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন। আজকের তানোর