রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৫ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে `নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ অক্টোবর বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বিআরডিবির পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান, ভাইসচেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাচোল সদর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান গোলাম আল মেহেরাব ও ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা সহকারী প্রোগ্রামার সোহেল রানা। তিনি বলেন সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধ করতে এদিনকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ঘোষণা করেছে সরকার। এর আগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস নামে পালন করা হতো।২০২১ সাল থেকে নাম পরিবর্তন করে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য প্রত্যেকের বাড়ি গিয়ে সুপরামর্শ প্রদান এবং সেই সাথে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা । কেউ জন্মগ্রহণ ও মৃত্যু বরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশনে এ নিবন্ধন করা বাধ্যতামূলক।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জন্ম- মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। জাতিসংঘের উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস’কে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন সংশ্লিষ্ট সকল দপ্তরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানান । আজকের তানোর