শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় নাচোল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।
অপরদিকে, বেলা ১০ টায় নাচোল মধ্যবাজার উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কেক কেটে উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সভাপতি মেয়র আব্দুর রশিদ ঝালুখান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আনসারী।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিনের আলোচনা সভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন বলেন, মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া গ্রাম। নিভূর্ত্ত এই পল্লীতেই ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।
বাবা-মায়ের তিনি প্রথম সন্তান শৈশব-কৈশোর কেটেছে বাইগার নদীর তীরে টঙ্গীপাড়ায় বাঙালির চিরায়ত গ্রামীন পরিবেশে। ৫ ভাই-বোনের মধ্যে শেখ হাসিনা জ্যেষ্ঠ সন্তান। তার অন্যান্য ভাই-বোন হলেন, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহেনা ও শেখ রাসেল।
এক বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। সামরিক স্বৈরশাসন আমলেও তাকে কারা নির্যাতন ভোগ ও গৃহবন্দী থাকতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্যে অর্জনে থেকেছে অবিচল।
শেখ হাসিনার অনুপস্থিতিতে ১৯৮১ সালের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা । ১৬ বছর ধরে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেন এবং অগোছালো দলকেও সুসংগঠিত করতে প্রাণান্তকর পরিশ্রম করেন তিনি।
১৯৯৬ সালের ১২ জুনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মধ্যদিয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন । পরে ২০০৮ সাল থেকে অধ্যাবধি প্রধানমন্ত্রীর রয়েছেন তিনি। আজকের তানোর