বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৫ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন
বিচারক দম্পতির খাদ্যে বিষক্রিয়ায় ভাতিজিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বিচারক দম্পতির খাদ্যে বিষক্রিয়ায় ভাতিজিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সকালের নাস্তার খাবার খেয়ে ‘বিষক্রিয়ায়’ অসুস্থ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ভর্তি হয়েছিলেন দুই বিচারক দম্পতি। ইতোমধ্যেই তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজও পেয়েছেন। তবে ওই বিচারক দম্পতির বাসার থাকতেন ( বাসার কাজ করতেন) তাদের আপন ভাতিজি। সেই ভাতিজি সকালের নাস্তার খাবারে ‘বিষজাতীয় কিছু মিশিয়ে দেয়ার অভিযোগে ওই অভিযুক্ত ভাতিজি, বিচারক স্ত্রীর ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বিচার জুয়েল অধিকারী।

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন তিনি। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মুঠোফোনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী (৪২) ও তার স্ত্রী অতিরিক্ত মহানগর দায়রা জজ জয়ন্তী রানী (৪০) সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মামলার আসামিরা হলেন- ভুক্তভোগী রাজশাহী মহানগর দায়রা জজ জয়ন্তী রানী দাসের ভাতিজি সুপ্রীতি দাস মৌ (১৪), দায়রা জজের ভাই মানিক চন্দ্র দাস, মানিক চন্দ্র দাসের স্ত্রী, ভাতিজি সুপ্রীতি দাসের পরিচিত এক যুবক, ওই যুবকের বাবা ও মা এবং অন্য আরেকজন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) খাদ্যে বিষক্রিয়ার পর বিচারক জুয়েল অধিকারী ও তার স্ত্রী জয়ন্তী রানীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে জয়ন্তী রানীকে কেবিনে ও জুয়েল অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। তারা কী খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তা জানতে পাকস্থলী থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে।

রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, বিচারক দম্পতির একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আমরা সমস্ত রকম টেস্ট করেছি। তবে কী ধরনের বিষক্রিয়া ছিল তা পাওয়া যায়নি। খুব সামান্য পরিমাণে বিষক্রিয়া হওয়ায় শনিবার দুপুর ২টার দিকে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিচারক জুয়েল অধিকারী শনিবার গভীর রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, বিচারক জয়ন্তী রানীর ১৪ বছর বয়সী এক ভাতিজি তাদের বাসায় থাকতো। সকালের নাস্তায় সে হয়তো কারও ইন্ধনে কিছু মিশিয়েছে। তবে কী মেশানো হয়েছিল, তা এখনো জানা যায়নি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.