রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪১ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। বিদ্যালয়ে আনন্দদায়ক পরিবেশ ‘মানসম্মত শিক্ষা পাবে ছাত্রছাত্রী নির্বিশেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর নাচোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার মৃনালকান্তি সরকার ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবুসহ ২টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিার্থীদের অংশগ্রহণে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পালিত হয়েছে। আজকের তানোর