মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:২১ pm
ডেস্ক রির্পোট : ভারত সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য এসেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এ প্রেক্ষাপটেই এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা রসিকতাই করলেন সংবাদ সম্মেলনে। বললেন, ‘ভাগ্যিস প্রশ্ন করেননি, কী দিলাম!’
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চারদিনের ভারত সফর ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, ভারত সফর থেকে খালি হাতে আসেননি বলেই মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়— ভারত সফর থেকে চূড়ান্ত অর্থে বাংলাদেশের প্রাপ্তি কী? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নির্ভর করবে আপনি কীভাবে দেখছেন, তার ওপর। ভাগ্যিস প্রশ্ন করেননি, কী দিলাম!’
সংবাদ সম্মেলনের শুরুতেই ভারত সফরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যা যা পেয়েছি, তা তো বললাম। এখন বাংলাদেশের যে ভৌগলিক অবস্থান— চারদিকে ভারত, একপাশে একটুখানি মিয়ানমার। তারপরই বঙ্গোপসাগর। সেই বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কৃষি, যোগাযোগ সব বিষয়েই সহযোগিতার সম্পর্ক রয়েছে। এমনকি তেল নিয়ে আসতে পাইপলাইন করে দিচ্ছে ভারত। আমাদের দিনাজপুরের পার্বতীপুরে যে ডিপো, সেই ডিপোতে সরাসরি পরিশোধিত (রিফাইনড) তেল আসবে। চট্টগ্রাম থেকে বাঘাবাড়ি, অত দূর আর যেতে হবে না। এর ফলে উত্তরবঙ্গে কর্মচাঞ্চল্য আরও বাড়বে।
শেখ হাসিনা বলেন, এরকম একটি একটি করে বিষয় নিয়ে চিন্তা করলে কিন্তু আমাদের প্রাপ্তি কম নয়। আমরা অনেক পণ্য উৎপাদন করি, অনেক পণ্য আমদানি করতে হয়। অনেক সময় আমদানিতে সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে পণ্যগুলো যেন ঠিকমতো পাই, সেই ব্যবস্থা আমরা করছি। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি নিয়েও আলোচনা হয়েছে। ভারত এলএনজি আমদানি করে। আমরা চেষ্টা করছি সেখান থেকে খুলনার দিকে এলএনজি আনতে। ওদিকে গ্যাসের সমস্যা আছে, এলএনজি পেলে সেই সমস্যার সমাধান হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এভাবে হিসাব করলে একেবারে শূন্য হাতে এসেছি, এটা বলতে পারবেন না। তবে কী পেলাম বা পেলাম না, এটি মনের ব্যাপার। মন যদি বলে কিছু পাইনি, তাহলে তো কিছু বলার নেই। এই যে বাংলাদেশে আমরা এত কিছু করার পরও বিএনপি বলে যে কিছুই করিনি, তাহলে তাদের কিছু বলার থাকে না। এটি বিশ্বাসের বিষয়, আত্মবিশ্বাসের বিষয়। সূত্র : দৈনিক বাংলা