রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৮ am
ডেস্ক রির্পোট : নওগাঁর নিয়ামতপুরে জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিসহ পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের ধানসা বাজারে পাড়ইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। প্রধান বক্ততা হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকার।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, নিয়াতমপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ আরিফ কাওসার, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বর, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী নুহ আলম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন।
এছাড়াও পাড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহাবয়ক শহিদুল ইসলাম, সদস্য বুলবুল হোসেন , আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলো, আরিফ, মাহবুবুজ্জামান, ক্ইাউম মন্ডল, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজকের তানোর