মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৯ am

সংবাদ শিরোনাম ::
তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির
তানোরে কীটনাশক কোম্পানির যাতাকলে কমছে জমির উর্বরতা!

তানোরে কীটনাশক কোম্পানির যাতাকলে কমছে জমির উর্বরতা!

নিজস্ব প্রতিবেদক, তানোর : হরেক রকমের কীটনাশক কোম্পানির বাহারি নামের নানা জাতীয় রোগের দোহায়ে দেদারসে বিক্রি করা হচ্ছে। এতে করে সরল সাদা পা ফাটা কৃষকরা কোম্পানির উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মুখে বাহারি কথায় নিমিষেই কিনে জমিতে ব্যবহার করছে। রোগ বালাই আশার আগেই কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা কৃষকদের বুঝিয়ে দিচ্ছেন এখন এই রোগ আসবে। এজন্য এপ্রোডাক্ট ব্যবহার করলে ফলন ভালো হবে।

এভাবে রাজশাহীর তানোর উপজেলার কৃষকদের বুঝিয়ে বিভিন্ন কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নিয়োমিত দেদারসে বিক্রি করছেন। সারাদেশে বৈধ অবৈধ কত কোম্পানি আছে তার তো সঠিক হিসেব নেই। আবার তানোরের মত জায়গায় কত কোম্পানি তাদের কীটনাশক বিক্রি করছেন সেটিরও কোন সঠিক তথ্য বা তদারকি নেই। ফলে কৃষকরা প্রতিনিয়ত জেনে না জেনে এসব কীটনাশক জমিতে দিয়ে সর্বনাশ ডেকে আনছেন। অথচ, এসব বেপরোয়া কোম্পানির কোনভাবেই লাগাম টানতে পারছেন না কৃষি দপ্তর। তেমনি ভাবে কৃষি দপ্তরের অসাধু কর্মকর্তারা নানা সুবিধা দিয়ে বিক্রি করছেন মানহীন এসব পণ্য।

সম্প্রতি তানোর উপজেলায় ইনতেফা নামের এক কোম্পানি কামারগাঁ ইউপির এক চাতালে কৃষকদের নিয়ে গোপনে মতবিনিময় করছেন। তারা গ্যারান্টি সহকারে বলছেন, কোন কৃষি বিভাগের পরামর্শ নিবেন না। তাহলে আপনাদের কপাল পুড়বে। কারণ তারা সেভাবে মাঠে আসে না। আর আমরা মাঠে না আসলেও কোন সময় কোন কীটনাশক ব্যবহার করতে হবে জানা আছে। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কৃষকরা লাভবান হয়েছেন।

ইনতেফা কোম্পানির রাজশাহী এরিয়া ইনচার্জ জাহিদুল কৃষকদের বলেন, উপজেলায় রোপা-আমন ধানের মৌসুম চলছে। ধানের বয়স প্রায় ২ মাসের মত। এখন মাজরা পোকা ব্যাপকভাবে দেখা দিবে। যাদের জমিতে দেখা দিয়েছে এবং দেয়নি সবাই দামার নামের কীটনাশক ব্যবহার করবেন, কোন রোগ থাকবে না। অন্য কারো কথায় কান দিবেন। এরপর কারেন্ট পোকার আক্রমন শুরু হবে, এজন্য আক্রমনের আগে সাবা নামের এবং এর কিছুদিন পরেই পঁচন রোগ ধরবে, দুর করতে তারেদ নামের কীটনাশক ব্যবহার করতেই হবে। না করলে আপনারা পরে পস্তাবেন। রোগ আসার আগেই সতর্ক থাকতে হবে।

সিনিয়র মার্কেটিং অফিসার তানোর এরিয়ার মোক্তার হোসেন ও মার্কেটিং প্রমোটর সাদ্দাম হোসেন জানান, ইনতেফা কোম্পানির কীটনাশক ব্যবহার করে কৃষকরা সুফল পাচ্ছেন। বাজারে ইনতেফার একচেটিয়া মার্কেট। ইনতেফা আবহাওয়ার সাথে তাল মিলিয়ে পণ্য তৈরি করে। আপনারা কৃষকদের নিজেদের পণ্য বিক্রির জন্য বাহারি কথা বলছেন। কৃষকদের নিয়ে সভা করছেন। কৃষি দপ্তরের অনুমতি আছে জানতে চাইলে তারা জানান, কৃষি দপ্তরের অনুমতি আমরা নিব কেন। বরং তারা মাঠে আসে না, আমরা সব সময় কৃষকের পাশে আছি। তানোরে আপনাদের পরিবেশক কত জানতে চাইলে তারা জানান, ১৭ জন। একটি কোম্পানির ১৭ জন ডিলার থাকলে অন্য কোম্পানির কত থাকবে।

কামারগাঁ ইউপির পারিশো ধানী জমিতে এক কৃষক কীটনাশক স্প্রে করছেন, জানতে চাওয়া হয় কি পোকার আক্রমণ। তিনি জানান, এখনো পোঁকার আক্রমন শুরু হয় নি। কোম্পানির লোক এসে জমি দেখে বলল কারেন্ট পোকা ধরবে এখনি এই কীটনাশক দিতে হবে। নইলে ফলন পাবেন না। তার কথামত স্প্রে করছি। কারণ অনেক খরচ করে জমিতে ধান রোপন করেছি।

কৃষকরা জানান, আমাদের সাথে এত প্রতারণা কেন করা হচ্ছে। আজ এ কোম্পানি কাল আরেক কোম্পানি, পরশু আরেক কোম্পানি এসে লেকচার দিয়ে পণ্য বিক্রি করছেন। তাদের স্মার্ট কথায় সরল সাদা কৃষকরা একাধারে কীটনাশক ব্যবহার করে জমির সর্বনাশ ডেকে আনছে। এতো কোম্পানি কেন আসবে। এসব নামি দামি কোম্পানির মোড়কে ভেজাল কীটনাশকে ছড়িয়ে পড়েছে বাজার। কৃষি দপ্তরের এসব বিষয়ে কোন নজরদারি নেই।

অথচ কৃষি দপ্তরের উচিৎ যে কোম্পানির কীটনাশকের মান ভালো পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে যাচাই বাচাই করে মার্কেটে আনা। আর উপজেলার পাড়া মহল্লা থেকে শুরু করে আনাচে কানাচে শতশত কীটনাশকের দোকান গড়ে উঠেছে। রাখা হচ্ছে খোলামেলা জায়গায়। বেশ কিছু কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জানান, আমাদের কে মাসিক টার্গেট দেয় সেটা পুরুন না করতে পারলে বেতন পাওয়া যায় না। যার কারণে আমাদেরকে মাঠে পড়ে থাকতে হয়।

কৃষকরা বলেন, যত কোম্পানি আছে তা বলায় মুসকিল। কখনো এ কোম্পানি এসে বলছে, আমাদের পণ্য একশো পারসেন কাজ করে। এটা ব্যবহার করেন। আবার দোকানে গেলে আরেক অবস্হা। যাই যে ভাবে পারছে আমাদের ঠকিয়ে বাণিজ্য করছেন। এতে করে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। যদি কৃষি দপ্তর নির্দিষ্ট কোম্পানীর কীটনাশক ব্যবহার করতে বলত, তাহলে আমাদের জন্য ভালো হত এবং আমরা প্রতারণার শিকার হতাম না।

কয়েকদিন আগে কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ জানিয়েছিলেন, রোগ না আসার আগে কেউ যদি কীটনাশক ব্যবহার করে তাহলে কি বলার থাকে। এবারে উপজেলায় ২২ হাজার ৬১০ হেক্টর জমিতে রোপা-আমন চাষ করা হয়েছে। এখন পর্যন্ত ধানের অবস্হা ভালো আছে। রোগ বালা তেমন নেই। মাঠে সব-সময় কাজ করা হচ্ছে। মাঠ দিবসসহ নানা পরামর্শ নিয়োমিত চলছে। যাতে কৃষকরা প্রতারণার শিকার না হয়।তবে, শনিবার একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, এসব বিষয়ে কেউ অবহিত করেন নি। কোম্পানি কৃষকদের সাথে কিছু করতে হলে কৃষি বিভাগকে অবহিত করতে হবে। বিষয়টি নিয়ে কৃষি অফিসারের সাথে আলোপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে জানান ইউএনও। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.