বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৩ pm
ডেস্ক রির্পোট : বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর পাশে এ অফিস উদ্বোধন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা সভাপতি আশরাফুজ্জামান মন্টু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর আলহাজ্ব রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলার সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, যুগ্ম সম্পাদক আবু তাহের সানজু, সাংগঠনিক সম্পাদক এমএ হাসান দীন কেরামত, দপ্তর সম্পাদক রঞ্জু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফারুক সাকিনা শিখা যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা কবির এমেলী, বাংলাদেশ আওয়ামীলীগ বিহার ইউনিয়ন সভাপতি মোনায়েম হোসেন ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি এম শামসুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক আব্দুল হান্নান, ডাক্তার আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক আবু সায়েম, আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান তৌহিদ, শিবগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।