রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৭ am
ডেস্ক রির্পোট : ঢাকার সাভারে বেদেপল্লির উত্তরণ শিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মাঝে উপহার এবং সনদ তুলে দেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বৃহস্পতিবার বিকালে উত্তরণ শিক্ষালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিআইজি হাবিবুর রহমান বলেন, সমাজের অবহেলিত বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণসহ শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ ও উৎসাহ প্রদান করেছি। শিক্ষার্থীরা বড় হয়ে কে কী হবে সে বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি।
তিনি আরও বলেন, উত্তরণ পল্লিতে উত্তরণ শিক্ষালয়ের নিজস্ব জায়গায় বহুতল ভবন নির্মাণ করে অত্যাধুনিক সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখানে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জীবনমুখী শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলা হবে। উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। সূত্র : যুগান্তর