রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৯ am
ডেস্ক রির্পোট : শ্রেণিকক্ষে শিক্ষক নেই। জনপ্রতিনিধি ও স্থানীয় মাতবরদের সঙ্গে অফিস কক্ষে চলছে সালিশ বৈঠক। আর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে মাঠ ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে সালিশ বৈঠক। তারপরও ক্লাস নিতে দেখা যায়নি।
দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, সকাল ৯টা থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু দুপুর ১টায়ও কোনো শিক্ষক ক্লাসে আসেননি। সকালে থেকে অফিস কক্ষে বিচার বসে। একটা ক্লাসও হয়নি। তাই তারা বিদ্যালয়ের মাঠে ও আশপাশে খেলাধুলা করছে।
পাঠদান বন্ধ রেখে অফিস কক্ষে সালিশ বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার শীল কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে সালিশে উপস্থিত ভাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মাস্টার জানান, অভিভাবক ও শিক্ষকের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। এর সমাধানে অফিস কক্ষে সালিশ হয়েছে। তবে বিদ্যালয়ে ক্লাস চালু ছিল কিনা তা বলতে পারব না। সকাল ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত চলে এ বৈঠক।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশেদুল ইসলাম বলেন, কোনো বিদ্যালয়ের ক্লাস পরিহার করে সালিশ বৈঠক পরিচালনা করা আইন পরিপন্থী কাজ। এ ধরনের কাজ যদি কোনো বিদ্যালয়ে হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : যুগান্তর