মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৪ am
আসাদুজ্জামান মিঠু, নিজস্ব প্রতিবেদক : বয়স মাত্র সাত বছর কেউ বা আট বছরের পড়েছে। এমন বয়সেই আমপারা পেরিয়ে তারা এখন পবিত্র কোরআন পড়া শুরু করেছেন।
রাজশাহীর মুন্ডুমালা পৌর সদরে ফাতেমাতুজ্জোহরা (রা:) মহিলা ক্বওমী মাদরাসার এক সঙ্গে ২০ জন কিশোরী আনুষ্ঠানিক ভাবে কুরআন পড়া ধরেছেন। আমপারা ধরেছেন ১০ জন।
এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১টার সময় মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।
উপস্থিত ছিলেন মুন্ডুমালা ক্বওমী মাদরাসার প্রধান মাওলানা রুহুল আমিন,গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার জহরুল ইসলাম ,ফাতেমাতুজ্জোহরা (রা:) মহিলা ক্বওমী মাদরাসার পরিচালক এম সালমান আমীন প্রমুখ।
মাদরাসা পরিচালক এম সালমান আমীন বলেন, তানোর উপজেলায় শিশু-কিশোরীদের কুরআন শিক্ষার কথার চিন্তা করেই আমরা মুন্ডুমালা পৌর সদরে ফাতেমাতুজ্জোহরা (রা:) মহিলা ক্বওমী মাদরাসার স্থাপিত করেছি। প্রতিষ্ঠানে সাত হতে ১০ বছর বয়সী দুই মাসে ২০ জন শিশু কুরআন পড়া ধরেছেন। অল্প খরচে এলাকার অনেক গরীব পরিবারের শিশুরা এখানে নূরানী,নাজেরা,হিফজুল কুরআন ও কিতার বিভাগ পড়ার সুযোগ পাচ্ছে। আমরা সব্রা সহযোগিতা কামনা করছি।
মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন,সত্যি আমি খুশি হয়েছি এমন দোয়া অনুষ্ঠানে আমাকে আমন্ত্রন করাই। পবিত্র কুরআন ছোট শিশুরা অনাসেই পড়ছে। এমন প্রতিষ্ঠানে আমার পক্ষে হতে যে কোন সাহায্য করার জন্য আমি প্রস্তত থাকবো ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে ২০ জন কুরআন ও ১০ জন আমপারা ধরা শিশুদের এক সন্ধা ভাল খাওয়ার ব্যবস্থা করে দেন পৌর মেয়র সাইদৃুর রহমান।