মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে পিচবাহী ট্রাকের চাকার তলে পড়ে মটরসাইকেল চালক অটো মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম নাঈম হোসেন (২৮)। তিনি তানোর সদর মহল্লার সাইফুল ইসলামের পুত্র।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর থানা মোড়ের দক্ষিণে তানোর এন্টার প্রাইজের সামনের রাস্তায়। তবে, খবর পেয়ে ট্রাকটিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শিরা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক ট্রাকটির চালক পালিয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, নিহত যুবক তানোর পৌর এলাকার তানোর মহল্লার সাইফুল ইসলামের পুত্র। নাইম হোসেন তানোর থানা মোড়ে অটো-মেকানিক্সের কাজ করতেন। ওসি আরও বলেন, সন্ধ্যা ৬টার দিকে তিনি গোল্ল্াপাড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে থানা মোড়ে আসছিলেন। এসময় রাজশাহী থেকে পিসবাহী ট্রাক যার নম্বর (চট্র-মেট্রো ঢ-৪১-০৪২৬) মুন্ডুমালার দিকে যাচ্ছিল।
ঘটনার সময় নাইম হোসেন ট্রাকটিকে অভারটেক করতে গিয়ে গোল্লাপাড়া বাজারে ওই ট্রাকের পেছনের চাকার তলে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এনিয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানা থেকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওসি।
নাঈম হোসেনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তানোর থানা মোড়ের বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, শুক্রবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়। আজকের তানোর