শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৪ pm
ডেস্ক রির্পেট : সনাতন ধর্মালবম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, বৃহস্পতিবার সনাতন ধর্মালবম্বীরা জন্মাষ্টমী উদযাপন করছে। এ কারণে এই দুদেশে সরকারি ছুটি থাকায় বন্দরের দুই অংশে সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার থেকে আবার শুরু হবে বন্দরের সব কার্যক্রম।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউদজ্জামান জানান, সনাতন ধর্মালবম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সূত্র : যুগান্তর