রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১০ am
আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যু কিংবা অঙ্গহানির মতো মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটালে কঠোর শাস্তির বিধান চালু করতে যাচ্ছে সৌদি আরব। গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ট্রাফিক আইন সংশোধনী অনুযায়ী, মৃত্যু কিংবা অঙ্গহানির মতো মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটালে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড অথবা দুই লাখ সৌদি রিয়েল জরিমানার বিধান রাখা হয়েছে।
সংশোধিত আইনে আট ধরনের লঙ্ঘনের কথা বলা হয়েছে। ইঞ্জিন চালু রেখে অবস্থায় গাড়ি থেকে নামা, বীমা না করা, পথচারীদের জন্য নির্দিষ্ট নয় এমন এলাকায় রাস্তা পার হওয়া, রাস্তা পারাপারে পথচারীদের অগ্রাধিকার না দেওয়াসহ বিভিন্ন অপরাধে একশ থেকে দেড়শ রিয়েল জরিমানা দিতে হবে।
এছাড়া ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন, ওভারটেক ও বিপরীত দিকে গাড়ি চালানোর জন্য তিন হাজার থেকে ছয় হাজার রিয়েল জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া, গাড়ি থেকে আবর্জনা ফেলা, গাড়ি চালানোর দিকে মনোযোগ না দেওয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স বা শিশুর আসন ব্যবহার না করার জন্য তিনশ থেকে পাঁচশ রিয়েল পর্যন্ত জরিমানা করা হবে। সূত্র : যুগান্তর