সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৭ am
ক্রীড়া ডেস্ক : এক দিন বিরতির পর আবারও শুরু হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। গতকাল সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৩১ সিডেড সুইডেনের সাথে ২-২ গেম পয়েন্টে কৃতিত্বপূর্ণ ড্র করেছে। অপর দিকে মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ৩-১ গেম পয়েন্টে সিরিয়াকে পরাজিত করে।
বাংলাদেশ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭) সুইডেনের গ্র্যান্ড মাস্টার গ্রান্ডিলিয়াস নিলসকে (রেটিং-২৬৫৫) পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার গ্রান্ডিলিয়াসের সিসিলিয়ান পদ্ধতির বিরুদ্ধে ইংলিশ এ্যাটাক পদ্ধতিতে খেলে ৫৫ চালের মাথায় জয়ী হন।
গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) সুইডেনের গ্র্যান্ড মাস্টার হির্লাপ পারসন টিগারের (রেটিং-২৫১৬) সাথে ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) সুইডেনের গ্র্যান্ড মাস্টার ওয়েস্টারবার্গ জোনাথনের (রেটিং-২৪৭৬) সাথে ড্র করেন।
ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) সুইডেনের গ্র্যান্ড মাস্টার ইমানুয়েল বার্গের (রেটিং-২৫৩৩) কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল সাত খেলায় আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৫৯তম স্থানে রয়েছে।
মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) যথাক্রমের সিরিয়ার মাহমুদ ওলা (রেটিং-০), আহমেদ মুরাদ ফাতিমা আলজাহরা (রেটিং-১৭৯১) ও মহিলা ফিদে মাস্টার মাহমুদ রোওলাকে (রেটিং-১৭৬৫) পরাজিত করেন।
বাংলাদেশ মহিলা দলের উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সিরিয়ার খালিল মানারের (রেটিং-১৮৩১) কাছে হেরে যান। মহিলা দল ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে রয়েছে।
আজ অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল তুরস্কের বিপক্ষে খেলবে।