শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৮ pm
নিজস্ব প্রতিবেদক : নিবন্ধন সনদ পেয়েছে রাজশাহী থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যম পদ্মাটাইমস। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টুর প্রতিনিধি হিসেবে জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল বাতেনের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করেন তথ্য অধিদপ্তরের তথ্য অফিসার (প্রোটকল) মো. রেজুয়ান খান। এ সময় পদ্মাটাইমসের নিজস্ব প্রতিবেদক ফাতিন ইশরাক নিয়ন উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ জুলাই নিবন্ধনের অনুমতি পায় পদ্মাটাইমস। সরকারি বিধি-বিধান অনুসরণ করে আজ নিবন্ধন সনদ পেল প্রতিশ্রুতিশীল গণমাধ্যমটি।
রাজশাহীর বিশিষ্ট সমাজ সেবক ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর প্রকাশনায় এবং সিনিয়র সাংবাদিক বদরুল হাসান লিটনের সম্পাদনায় ২০১৭ সালের ১ জানুয়ারিতে যাত্রা শুরু করে পদ্মাটাইমস।
আনুষ্ঠানিক যাত্রার কয়েক মাসের মধ্যেই চমক দেখাতে শুরু করে পদ্মাটাইমস। অনিয়ম-ভোগান্তিসহ নানা খবরের পেছনের খবর তুলে ধরে রাজশাহী অঞ্চলে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় গণমাধ্যমটি।
দিন দিন পদ্মাটাইমস পাঠকের মনে ভালোবাসার শেকড় গভীর থেকে গভীরে যাচ্ছে। এ কারণে প্রতিদিন দেশ-বিদেশের লাখো পাঠক ও দর্শক পদ্মাটাইসের সঙ্গে থাকছেন। বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীরা দেশের খবর পেতে যুক্ত হন পদ্মাটােইমসে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোর্টালটির অনুসারীর সংখ্যা প্রায় দুই লাখ। এছাড়াও পদ্মাটাইমসের ইউটিউবের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে। আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছে পদ্মাটাইমস। আজকের তানোর