মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩১ am
আশরাফুল আলম, তানোর : রাজশাহীর তানোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৬ জুলাই ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে এবং রাজশাহীর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে তানোর উপজেলায় বিভিন্ন দোকানে তদারকিমূলক এ অভিযান চালানো হয়।
এসময় অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রমের জন্য প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন। উক্ত অভিযানে তানোর থানা পুলিশের একটি চৌকশ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের তানোর